শনিবার, ১৪ মার্চ, ২০১৫

সংকরায়ন ( Hybridization )

১। সংকরায়ন ( Hybridisation ) কি?

# সাধারনত আমরা জানি দুই বা ততোধিক উপশক্তিস্তর সমূহের (s, p , d , f) মিশ্রণ কে সংকরায়ন বলে। কিন্তু এগুল কেন মিশ্রিত হয়? এটা বুঝার জন্য একটি উদাহরণ দেওয়া যাক। যদি আমরা মিথেন এর ৪ টি C-H বন্ধনের কথা বিবেচনায় আনি, তাহলে এর প্রতিটি C-H বন্ধন এ কার্বন এর যথাক্রমে 2s, 2px, 2py, 2pz উপশক্তিস্তর গুলোর ইলেকট্রন এর সাথে হাইড্রোজেন এর ৪ টি 1s উপশক্তিস্তরের ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করার কথা। নিচে চিত্রে দেওয়া হল।


তাই এক্ষেত্রে 2s(c)-1s(H1), 2px(c)-1s(H2), 2py(c)-1s(H3), 2pz(c)-1s(H4), এই ৪ টি সিগমা বন্ধন হওয়ার কথা। এবং এই ৪ টি সিগমা বন্ধন এর বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হওয়া উচিত। কিন্তু পরিক্ষা করে দেখা গিয়েছে এই ৪ টি সিগমা বন্ধন এর বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য সম্পূর্ণ একই। এর কারন হল  সংকরায়ন। কার্বন এর 2s,2px,2py,2pz ৪ টি উপশক্তিস্তর একসাথে মিশে ৪ টি সমান শক্তি সম্পন্ন 2sp3 সংকরিত উপশক্তিস্তর সৃষ্টি করে এবং তারা হাইড্রোজেন এর ৪ টি 1s উপশক্তিস্তর এর সাথে ৪ টি 2sp3(c)-1s(H) সিগমা বন্ধন গঠন করে।তাই এই ৪ টি সিগমা বন্ধনের শক্তি ,বন্ধন দৈর্ঘ্য একই হয়।





২। সংকরায়ন সহজভাবে বুঝার উপায়।

#সংকরায়ন নির্ণয়ের সুত্রঃ সিগমা বন্ধন সংখ্যা + মুক্ত ইলেকট্রন জোড় সংখ্যা= সংকরিত উপশক্তিস্তর সংখ্যা।

উদাহরনঃ

Pls go to the following link for more details.. deu to unusual reason my post has been shifted..   https://prasenjitsunny.blogspot.com/


কোন মন্তব্য নেই: